২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ, ১৪৩১

৩৫০ মুসলিম ভক্তের রাম লালার মন্দির দর্শন

৩৫০ মুসলিম ভক্তের রাম লালার মন্দির দর্শন

ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir)। আর তারপরেই রামলালার দর্শনে মুগ্ধ হয়েছে গোটা দেশ।

এমতাবস্থায়, রামলালাকে দর্শনের জন্য ৬ দিনের পদযাত্রার পর মঙ্গলবার লখনউ (Lucknow) থেকে ৩৫০ জন মুসলিম ভক্ত অযোধ্যায় পৌঁছেছেন।

দলটির নেতৃত্বে ছিলেন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের জাতীয় আহ্বায়ক রাজা রইস এবং প্রাদেশিক আহ্বায়ক শের আলী খান। রামলালাকে দর্শনের পর সকল ভক্তের চোখে গর্বের অশ্রু দেখা যায় এবং তাঁরা সকলেই শ্রীরামের নাম করতে থাকেন। 

ওইদিন ৩৫০ জনের দলটি লখনউ থেকে ছয় দিনের পদযাত্রার পরে অযোধ্যায় পৌঁছেছিলেন। ওই সফরের সময়ে প্রতি ২৫ কিলোমিটার অন্তর একটি পূর্বনির্ধারিত স্থানে রাত্রিতে বিশ্রামের জন্য তাঁরা থাকতেন এবং পরের দিন সকালে ফের রওনা হতেন।

এইভাবে ৬ দিনের অক্লান্ত পরিশ্রমের পর ভক্তরা ছেঁড়া জুতো এবং ক্ষতবিক্ষত পায়ে অযোধ্যায় পৌঁছে অবশেষে রামলালার দর্শন পান। 

সেই মঞ্চের মিডিয়া ইনচার্জ শহীদ সাঈদ জানিয়েছেন যে, শ্রী রামের দর্শনের এই মুহূর্তটি তাঁর সারাজীবনের জন্য একটি আনন্দদায়ক স্মৃতি হয়ে থাকবে। পাশাপাশি রাজা রইস জানান, রাম আমাদের সকলের পূর্বপুরুষ ছিলেন, আছেন এবং থাকবেন।

তিনি বলেন যে, “আমাদের দেশ, আমাদের সভ্যতা, আমাদের সংবিধান একে অপরের মধ্যে ঘৃণা শেখায় না। ভিন্ন ধর্মের কোনো ব্যক্তি যদি অন্য কোনো ধর্মের উপাসনালয়ে যান, তাহলে এটা মোটেই ধরে নেওয়া উচিত নয় যে তিনি তাঁর নিজের ধর্ম ত্যাগ করেছেন।”  সূত্র: ভারতীয় বাংলাহান্ট;