২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ, ১৪৩১

জাতীয় পতাকার রূপকার শিবনারায়ণ দাস আর নেই

জাতীয় পতাকার রূপকার শিবনারায়ণ দাস আর নেই

সনাতন ট্রিবিউন: বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার মূল নকশাকার শিবনারায়ণ দাশ আর নেই। জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস আজ সকাল ৯ টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাকালীন অবস্থায় মৃত্যু বরণ করেন। আজ তার ছেলে অর্ণব আদিত্য মৃত্যুর সংবাদটি তাহার ভেরিফাই ফেসবুক আইডিতে নিশ্চিত করেছেন বলে জানা যায়। 

গতকাল তার ছেলে অর্ণব আদিত্য জানিয়েছিলেন, বার্ধক্যজনিত অসুস্থতায় তার বাবা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে গতকাল রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। অর্ণব আদিত্য বলেন, ‘বিভিন্ন পাঠ্যপুস্তকে বা সেই সময় প্রথম জাতীয় পতাকা তৈরির সঙ্গে যুক্ত যারা বেঁচে আছেন, তারা এই পতাকার নকশাকার হিসেবে আমার বাবার নাম বলেছেন। 

তবে বাবা সব সময় বলতেন, দেশের মানুষের প্রয়োজনে তিনি তখন দায়িত্ব পালন করেছেন। তাই এটা নিয়ে প্রচার চাইতেন না। কে স্বীকৃতি দিল না দিল তা নিয়েও মাথা ঘামাতেন না। অসুস্থ থাকার সময়ও এ নিয়ে তিনি কিছু বলেননি। 

তিনি একজন ছাত্রনেতা ও স্বভাব আঁকিয়ে ছিলেন। ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নং কক্ষে রাত এগারটার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন। এ পতাকাই পরবর্তীতে ১৯৭১-এর ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়।

শিবনারায়ণ দাশ দাদার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। উনি ভালো থাকুন আনন্দলোকে। বিনম্র শ্রদ্ধা জানাই তাঁকে।