২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ, ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া হরিপুর জমিদার বাড়ি

জেলা-উপজেলা সারাবাংলা
ব্রাহ্মণবাড়িয়া হরিপুর জমিদার বাড়ি

সনাতন ট্রিবিউন: হরিপুর জমিদার বাড়ি নাসিরনগর Iব্রাহ্মণবাড়িয়া প্রায় ১৭৫ বছর পূর্বে জমিদার কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরী বাড়িটি নির্মাণ শুরু করেন। পরে তার উত্তরসূরীরা পর্যায়ক্রমে প্রায় ৪৮০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত  জমিদার বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন করেন।

বাড়িটিতে প্রায় ৬০টি কক্ষ,রং মহল,ধানের গোলা, গোয়ালঘর,রান্নার ঘর, নাচ ঘর,পুকুর,খেলার মাঠ, মন্দির ও সীমানা প্রাচীর রয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের পর জমিদারি প্রথা উচ্ছেদ হলে তারা বাড়িটি ফেলে কলকাতায় চলে যায়। জমিদাররা বাড়িটি ফেলে যাওয়ার সময় পুরোহিতদের রেখে যায়।

এখনও জরাজীর্ণ জমিদার বাড়িতে পুরোহিতদের বংশধরদের ৩০টি পরিবার বসবাস করছে। তিতাস নদীর পাড়ে অবস্থিত দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িতে মধুমালতি, ঘেটু পুত্র কমলা, নাইওরীসহ বেশ কয়েকটি চলচ্চিত্রের দৃশ্য চিত্রায়িত হয়েছে।