২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ, ১৪৩১

যশোরেশ্বরীর মুকুট চুরি নরেন্দ্র মোদীর উপহার

আইন আদালত সারাবাংলা
যশোরেশ্বরীর মুকুট চুরি নরেন্দ্র মোদীর উপহার

সনাতন ট্রিবিউন: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে অধিষ্ঠিত সতি দেবীর একান্ন পীঠের পবিত্র পীঠস্থান শ্রী শ্রী যশোরেশ্বরী কালিমাতা মন্দির। গত ১০ই অক্টোবর বৃহস্পতিবার ২০২৪ ইং তারিখে বেলা ২:৩০ মিনিটে (আনুমানিক) মায়ের মাথার স্বর্ণের মুকুটটি চুরি হয়েছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী দামোদর দাস নরেন্দ্র মোদীজির যশোরেশ্বরী মাকে দর্শন করে মায়ের মাথায় স্বর্ণের মুকুট উপহার স্বরূপ দান করেছিলেন। সেই মুকুটটি চুরি হয়েছে। 

আর সেই স্বর্ণের মুকুট পাওয়া যাচ্ছে না বলে খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। এ খবর শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সত্যতা স্বীকার করেছেন। এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী, যৌথবাহিনীর টহল টিম, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ঘটনাস্হল খতিয়ে দেখছেন। অতিশীঘ্রই অভিযান পরিচালনা করা হবে প্রশাসন আশ্বস্ত করেছেন। এই ঘটনায় এ-পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন।

ঘটনার পর ৫ দিন পেরিয়ে গেলেও মুকুট উদ্ধার না হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে হিন্দু-মুসলমান সবাই বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন। আজও সেখানে কোন পূজা হয়নি। পুণ্যার্থীরা মন্দিরের সামনে থেকে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসীর মন্তব্য।

যশোরেশ্বরী কালীমন্দির সনাতন ধর্মের ৫২ পিটের এক পিট। ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই কালীমন্দির পরিদর্শনে এসে নিজ হাতে কালীপ্রতিমার মাথায় সোনার মুকুটটি পরিয়ে দিয়েছিলেন।