০৪ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক, ১৪৩১

স্বপ্না সাহার রোগমুক্তিতে প্রার্থনায় পূজা পরিষদ নাঃগঞ্জ

সংগঠন সংবাদ সভা সমাবেশ
স্বপ্না সাহার রোগমুক্তিতে প্রার্থনায় পূজা পরিষদ নাঃগঞ্জ

সনাতন ট্রিবিউন: নাঃগঞ্জ মহানগর পূজা পরিষদের সম্মানিত উপদেষ্টা শ্রীযুক্ত বাবু ননী গোপাল সাহার সহধর্মিণী গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। পারিবারিক সূত্রে জানা যায় তিনি আইসিওতে আছেন অবস্থার অবনতি থাকায় ডাক্তারি সিদ্ধান্তে।

গতকাল রবিবার ৩রা মার্চ সন্ধ্যা ৬ টায় চাষাড়াস্থ শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে শ্রীমতি স্বপ্না রানী সাহার জন্যে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা সভায় শ্রীমতি স্বপ্না সাহার আশু রোগমুক্তি কামনায় পরমেশ্বর ভগবানের কাছে সুস্থতার প্রার্থনা করা হয়। প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাঃগঞ্জ জেলা ও মহানগরের সকল নেতৃবৃন্দ।