০৪ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক, ১৪৩১

শেখ হাসিনার পদত্যাগ কারামুক্ত খালেদা জিয়া

রাজনীতি সারাবাংলা
শেখ হাসিনার পদত্যাগ কারামুক্ত খালেদা জিয়া

সনাতন ট্রিবিউন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। শেষে দ্রুত দেশ ছাড়েন এবং ভারতে সাময়িকভাবে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশের একটি প্রথমসারির সংবাদমাধ্যমে জানা যায়, গোয়েন্দা তথ্যানুযায়ী ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। এ পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার নিরাপত্তা বিবেচনায় ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এই স্বল্প সময়ের কারণে দেশত্যাগের প্রস্তুতি নিতে পারেননি তিনি। 


শেখ হাসিনা বঙ্গভবন এসে পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন। পড়শি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদনে জানায়, শেখ হাসিনা দুটি স্যুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। এ ছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি। ওই স্যুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র। 


"যেভাবে কারামুক্ত হলেন খালেদা জিয়া"


দীর্ঘ সাড়ে ছয় বছর পরে কারামুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত ৬ই আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

খালেদা জিয়ার কারামুক্তির সংবাদে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন শুকরিয়া আদায় করে তিনি (ডা:) বলেছেন, ম্যাডাম অনেক জটিল রোগে ভুগছেন।


ওনার শরীর অত্যন্ত দুর্বল। মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি (ম্যাডাম) এখনও মারাত্মকভাবে অসুস্থতায় রয়েছেন। একটু সুস্থবোধ মনে করলেই জনসম্মুখে আসবেন।